১.
আসন সংখ্যা: ভর্তি
পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত
হবে। A ইউনিটভুক্ত বিভাগসমূহ হচ্ছে: অর্থনীতি, সমাজবিজ্ঞান,
পলিটিক্যাল স্টাডিজ, লোক প্রশাসন, নৃ
বিজ্ঞান, সমাজকর্ম, ব্যবসায় প্রশাসন, ইংরেজি এবং বাংলা। A
ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য
বিভাগের জন্য আসন সংখ্যা
যথাক্রমে ২২০, ৩১০ ও
৮৩। B
ইউনিটভুক্ত বিভাগসমূহ
হচ্ছে: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান,
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল
ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স,
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং,
সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং,
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি,
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং,
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমুদ্রবিজ্ঞান, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি
এন্ড মলিকুলার বায়োলজি, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স
এবং আর্কিটেকচার।
B
ইউনিটের আসন সংখ্যা মোট
৯৯০।
২. উপরে উল্লিখিত
আসন ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান
(২৮ জন), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত (২৮ জন),
প্রতিবন্ধী (১৪ জন), চা
শ্রমিক (৪ জন), পোষ্য
(২০ জন) এবং বিকেএসপি
কোটায় (৬ জন) সর্বমোট
১০০ টি আসন সংরক্ষিত
রয়েছে।
৩.
ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা: ২.১ ২০১৭ অথবা
২০১৮ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ
ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং
২০১৫ অথবা ২০১৬ সালে
অনুষ্ঠিত এস.এস.সি
(সাধারণ ও কারিগরি)/দাখিল
বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ
ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারবে। উল্লেখ্য,
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়
উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ২০১৩ অথবা ২০১৪
সালে অনুষ্ঠিত এস.এস.সি
বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
হতে হবে। যে
সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান
শাখা থেকে এইচ.এস.সি বা সমমান
পরীক্ষা পাশ করেছে তারা
A ও B উভয়
ইউনিটেই এবং অন্যেরা শুধু
A ইউনিটে আবেদন করতে
পারবে। A
ইউনিটে আবেদন করার জন্যে
এইচ.এস.সি/সমমান
ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায়
ন্যূনতম GPA ৩.০ সহ মোট
৬.৫ থাকতে হবে। B
ইউনিটে আবেদন করার জন্যে
এইচ.এস.সি/সমমান
ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায়
ন্যূনতম GPA ৩.০
সহ মোট ৭.০
থাকতে হবে এবং এইচ.এস.সি/সমমান
পরীক্ষায় গণিতে ন্যূনতম GPA
৩.৫ (A লেভেলের
ক্ষেত্রে B গ্রেড) থাকতে
হবে।
৪. GCE এর
ক্ষেত্রে আই.জি.সি.এস.ই (O
লেভেল) তে কমপক্ষে ৩টি
বিষয়ে B গ্রেডসহ ৫টি
বিষয়ে পাশ এবং আই.এ.এল (A
লেভেল) তে কমপক্ষে ২টি বিষয়ে B
গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ
থাকতে হবে।
পরীক্ষা
পদ্ধতি: ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে
বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি
ভুল উত্তরের জন্যে ০.২০
নম্বর কাটা যাবে।
আবেদনের সময়সীমা: ২রা সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৮
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৩ অক্টোবর ২০১৮ (শনিবার)
A ইউনিট সকাল ৯:৩০ মিনিটে
B ইউনিটবিকাল ২:৩০ মিনিটে
No comments:
Post a Comment