পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রোগ্রাম এবং ০৫(পাঁচ) বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম. (প্রফেশনাল) কোর্সে মোট ২১(একুশ)টি বিভাগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে (অনলাইনে) আবেদন আহ্বান করা যাচ্ছে।
** আবেদনের সময় ও ফরমের মূল্য:
(ক) অনলাইনে আবেদনের সময়সীমা ১৫ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ১৫ অক্টোবর, ২০১৮ পর্যন্ত।
(খ) প্রতিটি ইউনিটের ফরমের মূল্য ৭০০ + ৩৫ (সার্ভিস চার্জ)= ৭৩৫ (সাতশত পঁয়ত্রিশ টাকা) ।
** ভর্তি পরীক্ষা পদ্ধতি:
(ক) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি হবে MCQ।
(খ) শুধুমাত্র স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ নম্বরের ড্রইং পরীক্ষা দিতে হবে।
** ভর্র্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা:
(ক) শুধুমাত্র ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি/ সমমান এবং ২০১৭ ও ২০১৮ সালের এইচএসসি/ সমমান
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে।
(খ) আবেদনের ন্যূনতম জিপিএ:
ইউনিট A:- এসএসসি+এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫, এইচএসসিতে কমপক্ষে ৩.৫ এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫, গণিত/জীববিজ্ঞান ৩.৫
ইউনিট B :- মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা: এসএসসি+এইচএসসি ৭.০, এসএসসিতে কমপক্ষে ৩.০ এবং
এইচএসসিতে কমপক্ষে ৩.০, বিজ্ঞান শাখা: এসএসসি+এইচএসসি ৭.৫, এসএসসিতে কমপক্ষে ৩.৫ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.৫
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
No comments:
Post a Comment