National University Honours Admission 1st Merit List Result 2018-19 - Dighulia Post E-Center

ছয় মাস ও তিন মাস মেয়াদী ডিপ্লোমা-ইন-সফটওয়্যার এ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে।




Download app

Breaking

Post Top Ad

Responsive Ads Here

National University Honours Admission 1st Merit List Result 2018-19


২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ২৭ সেপ্টেম্বর তারিখে প্রকাশ করা হবে





ঐদিন বিকাল ৪টার পর থেকে প্রথমে এস.এম.এস এর মাধ্যেম ফলাফল প্রকাশ করা হবে তারপর  রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও ফলাফল প্রকাশ করা হবে

National University Honours Admission 1st Merit List Result 2018-19
ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন


মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ০৭ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাততক (সম্মান) প্রফেশনাল স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে


ফলাফল SMS (nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) বিকাল টা থেকে

উদাহরণঃ NUATHN12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে

এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে(www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে


প্রথম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ (ভর্তির নির্দেশিকার ১১ নং নেুচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২৭/০৯/২০১৮ থেকে ০৮/১০/২০১৮

 সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ 
২৯/০৯/২০১৮ থেকে ০৯/১০/২০১৮

    ২০১৮-১৯ শিক্ষা বর্ষের ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখঃ ১১/১০/২০১৮

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
  •  অনলাইন থেকে মূল আবেদন ফর্মের সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)
  • এসএসসি এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি সেট
  • এসএসসি এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি সেট
  • এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি সেট
  • টাকা জমার রশিদ
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – টি

উল্লেখ্য, সকল কাগজপত্র কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে

ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো সাধারণত  সরকারী কলেজ হলে - হাজার আর বেসরকারী কলেজে হলে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages